যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে আব্দুল মজিদ (৫০) নামে একব্যাক্তি খুন হয়েছেন। মজিদ উপজেলার গফুর সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) এর ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১ টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘাতক দেলোয়ার দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
তিনি আরো বলেন, শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছেন। মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদ ভুইয়া অগ্রভুলোট গ্রামে একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]