যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামে প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষন করার অভিযোগ উঠেছে। ধর্ষিতার স্বামী বাদী হয়ে ধর্ষক আব্দুল গফ্ফার (৩৮) এর নামে শার্শা থানায় একটি মামলা করেছেন। গফ্ফার আমলাই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ এখনো অবদী ধর্ষককে গ্রেফতার করেননি বলে স্থানীয়রা জানান।
বৃহস্পতিবার রাতে শার্শার আমলাই গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় এব্যাপারে থানায় মামলা হয়।
ধর্ষিতার স্বামী জানান, তার স্ত্রী রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে গফ্ফার তাকে মুখ চেপে ধরে ভয়ভিতী দেখিয়ে ধর্ষন করে। এসময় তার স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে এসে গফ্ফারকে ধরে প্রতিবেশিদের খবর দেয়।
খবর পেয়ে গফ্ফারের স্বজনরা তাকে মারধোর করে ছাড়িয়ে নিয়ে যায়। তারা মামলা না করার হুমকি দেয়। শুক্রবার বিকালে সে তার স্ত্রীকে নিয়ে কৌশলে থানায় যেয়ে মামলা দায়ের করেন।
শার্শা থানা পুলিশের তদন্ত(ওসি) তরিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় ধর্ষন মামলা দায়ের হয়েছে। আসামীকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
থানায় মামলা করে আতঙ্কে রয়েছেন ধর্ষিতা ও তার পরিবার। তবে পুলিশ বলছেন তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন ধর্ষনকারীকে দ্রুত গ্রেফতার করা হোক, এব্যাপারে পুলিশকে সব ধরনের সজযোগীতা দেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]