যশোরের শার্শার ইছাপুর গ্রামে মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রামদা'র কোপে ইছাপুর গ্রামের আলী হোসেনের মেয়ে নার্গিস বেগম (৩০) ও আজগর আলীর ছেলে আব্দুল ওহাব (৪৫) মারাত্মক ভাবে আহত হয়েছেন।
তাদের অবস্থা আশংকা জনক। আহতদের উদ্ধার করে প্রথমে নাভারন হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত ১০ টার দিকে ডাক্তার লিয়াকত আলীর বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, ইছাপুর গ্রামের সোহাগের স্ত্রীর সাথে একই গ্রামের আবু রায়হানের সামে মিথ্যা অপবাদ কে কেন্দ্র করে প্রতিবেশী বকুলের সাথে তর্ক বিতর্ক হয়। পরে সোহাগের চাচা আব্দুল ওহাব বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর বকুল ও মহিষাকুড়া গ্রামের বাবুলুর নেতৃত্বে কিতাব, শামিম, মোস্তফাসহ তাদের দলবল রামদা মেশিন নিয়ে আব্দুল ওহাব ও তার বোন নার্গিসের উপর আচমকা হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরে ঘটনাস্থলে পরপর ৩ টি বোমার বিস্ফোরন ঘটিয়ে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় বকুল ও বাবলু সহ ৬ জনের নামে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় বাদীপক্ষ শার্শা থানায় একটি মামলা করেছে বলেও তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]