যশোরের শার্শা উপজেলার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর এর বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসা কক্ষে এই ঘটনা ঘটে।
উক্ত ছাত্রীকে মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর জোর করে শ্লীলতা হানি করেছেন বলে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি যেয়ে তার পিতার কাছে সব খুলে বলে। পরে মেয়ের বাবা ও গ্রামের বাসিন্দারা মাদ্রাসায় আসলে সহকারী সুপার গফুর পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান এলাকাবাসী মাধ্যমে জানতে পেরে মেয়ের বাবার অভিযোগ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় তিনি শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান সহকারী সুপার আব্দুল গফুরের বিষয়টি তদন্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করতে বলেছেন। এ ব্যাপারে মামলা হবে।
এ দিকে একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]