যশোরের শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার ভোর রাতে গাজীর কায়বা গ্রাম থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে গাজীর কায়বা গ্রামের শাহবাজের বাড়ীর সামনে পুলিশ অবস্থান নেয়। সেসময়ই নৌকা থেকে ফেনসিডিল ভর্তি ব্যাগ নিয়ে নামার সাথে সাথে এএস আই মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে আরিফ আহমেদ (২২) ও নাজমুল হুদা (২১) নামে দুই যুবককে গ্রেফতার করে। পরে তাদের ব্যাগ তল্লাশী করে তার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক আরিফ আহমেদ শার্শা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবুল হাশেম ও নাজমুল হুদা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তিনি আরো জানান, আসামীদের কিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]