মোঃ শাহারুল ইসলাম রাজ: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ১৪ রমজান গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেন।
এ ইফতার ও দোয়া মাহফিলে গোগা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইছাপুর গ্রামে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, ২নং ওয়ার্ড অগ্রভুলোট গ্রামে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড সেতাই গ্রামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, ৩নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, ৬নং ওয়ার্ড আমলাই গ্রামে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, ৭ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ৫নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু, ৪নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন সহসভাপতি আহম্মাদ আলী শাহীন ও ১নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল মজিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের থানা সদস্য আল-উজায়ের গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বসিডিএস'র বাগআঁচড়া শাখার সভাপতি ইমরুল হাসান হিরাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]