যশোরের শার্শা উপজেলার গোগা বাগানপাড়া গ্রামের একটি জুয়ার আসর থেকে বাগআঁচড়া পুলিশ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ি কে আটক করেছে।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে গোগা বাগানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস, নগত টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপনে সংবাদ পেয়ে গোগা বাগান পাড়ায় একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। জুয়ার বোর্ডে খেলারত অবস্থায় গোগা গ্রামের ইবাদুলের ছেলে ইসরাফিল(৩০), জিন্নাত আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৮), সাবুর মোড়লের ছেলে ফজের আলী(৪৫), শের আলীর ছেলে শাহাজান (৪৩), ইবাদ আলীর ছেলে ইব্রাহিম (৩৫) ও কালিয়ানি গ্রামের জয়নালের ছেলে আলিয়ার রহমান (৪৫) এবং কামাল হোসেনের ছেলে সোহাগ হোসেন (৪০) কে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]