যশোরের শার্শা উপজেলার গোগা বিলপাড়া গ্রামে হাসিনা খাতুন (৫৫) নামে এক মাঝ বয়সী গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বউ শাশুড়ীর ঝগড়াকে কেন্দ্র করে ছেলের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
সে গোগা বিলপাড়া গ্রামের ইস্রাফিল হোসেনের স্ত্রী।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে সে ঘরের ভেতর শিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
শার্শা থানার পুলিশ পরিদর্শক আনোয়ারুল আজিম পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানিয়েছেন তার ব্রেনের সমস্যা থাকার কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। তবে প্রতিবেশীদের কথার সাথে এর কোনো মিল নেই। পুলিশ আসার আগেই লাশ নামানো হয়েছে এবং ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করার কথা বললেও সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। আলামত হিসেবে পুলিশ সেটি উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানায়, হত্যা কি আত্মহত্যা ময়না তদন্তের পরেই সেটি জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]