যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ একটি অনটেস্ট পালসার মোটরসাইকেল জব্দ করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের পশ্চিম পাশে ইটের সোলিং রাস্তার ওপর থেকে পালসার মোটরসাইকেল সহ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় বহনকারী ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনকে সাথে নিয়ে গোগা কলেজের পশ্চিম পাশে ইটের সোলিং বসানো রাস্তার ওপর সন্দেহভাজন মোটরসাইকেলটি থামালে চালক গাড়ী ও ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি বলেন, আসামী ধরার চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]