যশোরের শার্শা উপজেলার নাভারনে ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে শার্শার বসতপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নাভারন এ্যাথলেটিক ক্লাব।
মঙ্গলবার (১ডিসেম্বর) বিকালে নাভারণ বুরুজবাগান হাইস্কুল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে খেলার শেষ মুহুর্তে নাভারনের ১০নম্বর জার্সীধারি নাইজেরিয়ান খেলোয়াড় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
রেফারির দায়িত্ব পালন করেন বাসেত মল্লিক। তাকে সহযোগিতা করেন বশির আহমেদ ও রাশেদুজ্জামান রাশেদ।
ম্যাচ কমিশনার ছিলেন মোস্তাফিজুর রহমান।
ধারাবিবরণীতে ছিলেন আবু রায়হান ও মন্টু।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহ.সভাপতি সালেহ আহমেদ মিন্টু, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাবেক ফুটবলার শ্রী দিলিপ কুমার রায়, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী গৌতম মন্ডল, উত্তম রায়, রুহুল আমিন, ইমন, ইমরান, আশরাফুল, সপ্ন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]