শার্শার বাগআঁচড়ার বাজারে বোমা বর্ষণ, আওয়ামী লীগ অফিসে হামলা, ভাংচুর, এক যুবলীগ কর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত রবিবার ৯ জানুয়ারি রাত ৮ টার দিকে। শার্শার বাগআঁচড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর সহ বাগআঁচড়া বাজারে একাধিক জায়গায় হাত বোমা নিক্ষেপ করে । ভয়ে আতংকে মুহূর্তের মধ্যে স্থানীয় ব্যাবসায়ীরা দোকান পাট বন্ধ করে পালিয়ে যায়।
মুহূর্তের মধ্যে বাগআঁচড়া বাজার জন শূন্য হয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান ও শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় টুটুল নামে এক যুবলীগ কর্মী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান বলেন, আমরা জানতে পারি বাগআঁচড়া বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করেছে দূর্বৃত্তরা, এবং এখানে তারা ভাংচুর করেছে। ঘটনা শোনার সাথে সাথে পুলিশ এখানে আসে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]