শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকার শরিফপুর গ্রামের একটি গোয়াল ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে।
এ সময় আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক মকবুল হোসেন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
বাড়ীর লোকেরা জানান, ভয়াবহ এই আগুনে ৯টি ছাগল, ৩০টি মুরগী, ৩০টি কবুতর, ১টি গরু, ৬টি রাজা হাঁস এবং ৭টি পাতিহাঁস পুড়ে মারা গেছে।
স্থানীয়রা আহত মকবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফাড করে দেন। তবে তার অবস্থা আশংকা মুক্ত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]