যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। সেই সাথে চালক শেখ সোহাগ হোসেন (২৩) কে ফেনসিডিল নেয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। সে যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ভোরে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ সোহাগকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ বসতপুর এলাকার পাকারাস্তার ধারে অবস্থান নেয়। ভোরের দিকে পিকআপ ভ্যানটি গোগা থেকে বাগআঁচড়ার দিকে আসতে থাকে। এবং বসতপুর এলাকায় পুলিশের সামনে আসলে চালকসহ গাড়ীটি আটকানো হয়। পরে চালক শেখ সোহাগ হোসেনের স্বীকারোক্তিতে পিকআপ ভ্যানের সীটের তলে লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শেখ সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]