যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রাড়ীপুকুর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ শাহানারা বেগম (২৮) নামে এক মহিলাকে গ্রেফতার করে।
সে শার্শার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শাহানারা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে বাগআঁচড়া আসার পথে গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে রাড়ীপুকুর পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে পূর্বের একটি সাজাপ্রাপ্ত মামলা সহ ৬টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার মহিলার বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]