যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি হাং মোটরসাইকেল সহ ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সাতমাইল পশুহাটের কাছে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে গাড়ীর ভেতর লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল পুলিশ উদ্ধার করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশের এসআই আনোয়ার আজিম গাড়ীর পিছু নেয়। চালক বুঝতে পেরে সাতমাইল পশুহাটের কাছে রাস্তার ওপর গাড়ী ফেলে ভীড়ের ভেতর মিশে যায়। পরে গাড়ী ও ফেনসিডিল জব্দ করে ক্যাম্পে আনা হয়।
তিনি আরো বলেন, আসামী ধরার প্রচেষ্টা চলছে। আটক মালামাল শার্শা থানায় জমা দেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]