যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ৭০ বোতল ফেনসিডিল সহ মহিলা মেম্বরের ছেলে সুজন (২৮) কে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার রাত ৯ টা নাগাদ উপজেলার বাগআঁচড়া গোগা সড়কের বসতপুর মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্যা শামসুন নাহার বেগমের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া বসতপুর মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ সুজনকে আটক করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]