যশোরের শার্শার বাগআঁচড়ায় ৪২ বোতল ভারতীয় সিক্সটি মদসহ সিরাজুল ইসলাম (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল শার্শা থানার সেতাই গ্রামের মৃত হাতেম মোল্লার ছেলে।
রবিবার গভীর রাতে সেতাই জোড়া ব্রীজের কাছে পাঁকা রাস্তার ওপর থেকে ৪২ বোতল ভারতীয় বাংলা মদসহ তাকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রবিবার গভীর রাতে সেতাই জোড়া ব্রীজের ওখান থেকে সিরাজুল ইসলাম কে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ৪২ বোতল ভারতীয় বাংলা মদ উদ্ধার করা হয়।
মামলা দিয়ে তাকে সোমবার দুপুরে ডশোর কোর্টে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]