যশোরের শার্শা বাগআঁচড়ার বসতপুর এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকারিয়া হোসেন (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ শে আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
আটকৃত আসামী হলো, যশোরের বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামের মোঃ মোকচ্ছেদ মোল্লার ছেলে, জাকারিয়া হোসেন (২৫)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বসতপুর গ্রামের বিল্লাল হোসেনের পেঁয়ারা বাগানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানার অধীনে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com