আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শার্শার বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ইউনিয়নের ডুবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, আওয়ামীলীগের সংগঠন একটি বৃহৎ বটবৃক্ষের মতো। যার শীতল ছায়ায় আজ বাংলাদেশের মানুষের প্রাণ জুড়াচ্ছে। দেশের সকল স্তরে উন্নয়ন হচ্ছে। তাই, দেশের উন্নয়নে সবাইকে আওয়ামীলীগের সাথেই থাকতে হবে।
তিনি আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভোট কামনা করেন।
স্থানীয় আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুছ আলী মেম্বর, বকতিয়ার মেম্বর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মেম্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেম্বর শাহাজান আলী মিয়া, আওয়ামীলীগ নেতা বাদশা, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, মল্লিক, যুবলীগ নেতা আসাদুজ্জামান আশা ও বাহার আলী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস মোল্লা, কৃষি বিষয়ক সুকচান, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, মফিজুর মেম্বর, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]