যশোরের শার্শার রুদ্রপুরে শশুর বাড়ীতে গলায় ফাঁস দিয়ে জামাতা আত্মহত্যা করেছে।
আত্মহননকারি সাঈদুর রহমান (৪০) ওই গ্রামের জাকির হোসেন ওরফে মিনাজ উদ্দীনের ছেলে।
রবিবার দিনগত মধ্য রাতের দিকে (সোমবার) সে তার শশুর বাড়ী ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করে।
প্রতিবেশীরা জানান, 'দাম্পত্য কলহই আত্মহত্যার কারণ'।
সাঈদুরের স্ত্রী চায়না খাতুন জানান, 'গত বৃহস্পতিবার মাঠের ধান বাড়ীতে নিয়ে আসার কথা বললে স্বামীর সাথে তার মনেমালিন্য হয়। সেই থেকে তাদের মধ্য আর কথা হয়নি। গত রাতে সেহরী করার আগে তাকে ডাকতে গিয়ে দেখে ঘরে দরজা বন্ধ। এরপর জানালার পর্দা সরিয়ে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। কি কারণে গলায় দড়ি দিলো তা তিনি জানেনা না।'
সাঈদুরের মা হালিমা খাতুন বলেন, 'সে শশুর বাড়ীতে ছিলো। রাতেই শুনেছে গলায় দড়ি দিয়েছে। কি কারণে তা তিনি বলতে পারছেন না।'
শার্শা থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, 'সুরোতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। যা বলার পোস্টমার্টম রিপোর্টে বলবে।'
পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]