শার্শার সোনাতনকাটিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র করেছে কলারোয়ার চন্দনপুর ফুটবল একাদশ।
শুক্রবার (৭আগস্ট) বিকেলে স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচের নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থেকে শেষ হয়।
ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় পেনাল্টির সুবাদে স্বাগতিক সোনাতনকাটির ৭নং জার্সি পরিহিত খেলোয়ার গোল করেন। এর পরপরই চন্দনপুরের ৯নং খেলোয়াড় গোল করে সমতায় আনেন।
দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণাত্মক ভঙ্গিতে ফুটবল খেলে সোনাতনকাটি ২টি ও চন্দনপুর ২টি গোল করে।
রেফারির শেষ বাঁশি বাজার সময় ৩-৩ গোলে ড্র থেকে অমীমাংসিতভাবে খেলা শেষ হয়।
রেফারির দায়িত্ব পালন করেন সালাম হোসেন।
বেশকিছু দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]