যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার নাভারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের নাভারণ তুলি সিনেমা হলের সামনে অবৈধ ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী ৩জন আহত হয়। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মা-ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার শেয়ালঘোনা গ্রামের ছফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)। এ ঘটনায় তাদের সাথে রায়সা নামে (৭) বছরের শিশু আহত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাশ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।
নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]