যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ইকোপার্কের ভিতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে খিদির আলী (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫আগস্ট) দুপুরে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, একটি সুত্রে জানতে পারি ছোট নিজামপুর ইকো পার্কের ভিতর থেকে বালু উত্তোলন করে এক ব্যবসায়ী অন্যাত্র বিক্রি করছে। যেটা সরকারি আইনে অবৈধ। এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় উক্ত বালু ব্যবসায়ীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং বালি উত্তোলন বন্ধ ঘোষনা করা হয়।
সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]