শার্শা থানার এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামিরা বেনাপোল সরবাংহুদা(মধ্যপাড়া) গ্রামের মোঃ সাইদুজ্জামান কুশোর ছেলে মোঃ সোহেল রানা বাবু (২৪) ও মোঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ বিপুল হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ আগষ্ট) সকাল ৮টায় শার্শা থানাধীন শার্শা গ্রামের মৃত রবিউল ইসলামের পুকুর পাড়ের সামনে পাকা রাস্তার উপর থেকে (দুই) কেজি গাঁজা এবং মদকদ্রব্য বহনকাজে ব্যবহৃত একটি পুরাতন বাইসাইকেল সহ তাদের আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]