যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও একটি ইজিবাইকসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারী) দুপুরে শার্শা থানার কামারবাড়ী মোড় এলাকা থেকে তাদের আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।
আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হামিদ মুন্সির ছেলে রিয়াজুল ইসলাম (৩২), একই এলাকার বিল্লাল খাঁর ছেলে লিটু খাঁ (২৬) ও অভয়নগর থানার শুভরাড়া উত্তরপাড়ার শহিদ ফকিরের ছেলে ইমরান ফকির (২৭)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার কামারবাড়ী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে দুইটি পোটলায় ৪ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, একটি ইজিবাইক ও ৫টি মোবাইল ফোন জব্দ সহ তাদেরকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]