যশোরের শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার নাভারণ রেল ষ্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, শার্শার যাদবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন (২০) এবং নাটোর জেলার কইগাড়ি কৃষ্ণপুর গ্রামের জমশেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
শার্শা থানা সূত্রে জানা যায়, এসআই মোশারেফ হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই পিকুল হোসেন, সোহাগ হোসেন, আক্তারুল ইসলাম, রফিকুল ইসলাম ডিউটি করার সময় নাভারণ রেল ষ্টেশন এলাকায় তিন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
এসময় ওই তিন যুবককে ১টি রামদা, ১টি টিপ চাকু ও একটি খেলনা পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়।
এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আটককৃতদের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৬০৪।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের নামে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]