শার্শায় আবারো নির্বাচনী সহিংসতায় নৌকার প্রতীকের ২ সমর্থককে দুর্বত্বরা পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে।
শার্শা থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় শার্শার রুদ্রপুর গ্রামের বৌ বাজার এলাকায় নৌকা প্রতিকের সমর্থক নাজমুল হোসেন (৩০) ও জাহান আলী (২৬) নামে ২যুবক একটি দোকানে বসে ছিলেন। এ সময় একই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী আরশাদ আলী (আনারস মার্কার সমর্থক)র নেতৃত্বে ইসতিয়াক, আব্দুল্লাহ, হৃদয়, কবির, ইয়াছিন, জসিম, নাছিম ও তাজ তাদের উপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাজমুল হোসেনের হাত ও পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। তারা শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেনের পৌষ্য সন্ত্রাসী বলে এলাকাবাসি জানান।
এ সময় আহতদের আর্তচিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ২জন গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী রয়েছে।
এ ব্যাপারে নাজমুল হোসেনের মা রোকেয়া খাতুন বাদী হয়ে বুধবার সকালে শার্শা থানায় একটি এজাহার দাখিল করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com