যশোরের শার্শা উপজেলার বলিদাদাহ গ্রামে রেদওয়ান (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে মোহাম্মদ টিপু আলীর ছেলে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে।
রেদওয়ানের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে সকলের অজান্তে সে পুকুরে পড়ে যায়। তার মা তাকে কোথাও না পেয়ে প্রতিবেশিদের জানায়।
অনেক খোঁজা খুজির এক পর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। এসময় রেদওয়ানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া বিরাজ করছে।
উল্লেখ্য : গত এক সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শায় পানিতে ডুবে তিন শিশুর অকাল মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় সচেতন মহলে নিজেদের শিশু সন্তানদেরকে নিয়ে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]