বেনাপোল প্রতিনিধি : প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, আমাদের সম্পদ" স্লোগানে শার্শা উপজেলার নাভারনে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে শেখ আফিল উদ্দিন এমপির সহযোগিতায় ও শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এসময় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমদ মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]