যশোরের শার্শা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকার (১৯) নামে তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়।
এসময় সাথে থাকা প্রেমিকের নামে মামলা হয়েছে।
ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান তৌফিক মাহমুদ।
স্থানীয় সূত্র জানায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারকে দেশে ফেরত পাঠানো হলেও তার প্রেমিক বাংলাদেশি নাগরিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি। প্রেমের সম্পর্কের সূত্রধরেই ওই তরুণী সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছিলেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে শার্শা সীমান্তের হিজলী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যকে আটক করে।
পরবর্তীতে শুক্রবার (২৭ আগস্ট) বিকালে অবৈধভাবে আগমনকারী ভারতীয় নাগরিককে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানী সদরের নিকট হস্তান্তর করা হয়েছে এবং প্রেমিক সৌরভ সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]