যশোরের শার্শা থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ঝিকরগাছা থানার গদখালী (মঠবাড়ী) এলাকার মৃতঃ জিয়াদ আলী গাজীর ছেলে আবুল হোসেন বাচ্চা (৪৮) ও যশোরের ষষ্টিতলা এলাকার মৃতঃ কাদের শিকদারের ছেলে জাফর (৫০)।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে শার্শা থানার এএসআই পিকুল হোসেন শার্শা থানার জামতলা-শার্শা রাস্তার টেংরা গ্রামস্থ বিশ্বাস বিকস এর সামনে পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে থেকে ১৫ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]