যশোরের শার্শার সম্মন্ধকাটি গ্রামে মা'কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তারই ছেলে।
শার্শার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামের তৌহিদ মিয়া (৩৫) তার মা স্বরূপ জান বেগম (৫৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে জানা গেছে। সে ঐ গ্রামের নুর মুহাম্মদের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে তৌহিদ মায়ের কাছে নেশা করার জন্য কিছু টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তৌহিদ তার মাকে নির্দয় ভাবে পিটিয়ে পলিথিনে মুড়ে গর্তের ভেতর ফেলে পালিয়ে যায়।
এ ঘটনার পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ব্যাপারে শার্শা থানার ডিউটি অফিসার এএসআই কুদ্দুস মিয়া রাত ৭ টা ৪৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ছেলে তৌহিদ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]