'অদম্য স্বেচ্ছাসেবী' সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দিনভর অদম্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এসময় শার্শা ও ঝিকরগাছার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন সংগঠনের নেতাকর্মিরা।
২০২০ সালের ২ ডিসেম্বর এসকে নয়নের হাত ধরেই সংগঠনটি তৈরি হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি অসহায় হত-দারিদ্র সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছেন। ক্রীড়াবান্ধব মানুষের জন্য ব্যাডমিন্টন খেলা, শীতার্থ ব্যক্তিদের জন্য কম্বল বিতরণ, করোনা মহামারীতে পোস্টার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, রোজার মাসে ইফতারি, দুই ঈদে সেমাই-চিনি সহ রক্তদানের মত মহৎ কাজ করে চলেছেন এই সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটি সাধারণ মানুষের মাঝে অনেক সাড়া ফেলেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসকে নয়ন, সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হৃদয় ও অর্থ বিষয়ক সম্পাদক আল মামুন সহ সংগঠনের সাথে জড়িত সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এসকল কর্মসূচি পালন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]