শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আমান হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
আটক আমান বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আমির আলীর ছেলে।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাদিপুর মাঠ পাড়া থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোর রাতে শার্শা থানাধীন শালকোনা গ্রামস্থ জাফরের পুকুর পাড় হতে ১০০ গজ দক্ষিনে মাঠে পানির মধ্যে থেকে ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]