যশোরের বিভিন্ন সীমান্ত জুড়ে বিজিবি'র টহল জোরদার করা হয়েছে। যে কারণে ভারত থেকে চোরাপথে গরু আসছেনা বললেই চলে।
কোরবানি উপলক্ষ্যে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিবছর ভারতীয় গরু চোরাচালান হলেও এবার তা হয়নি। তাই লাভের মুখ দেখতে চলেছে দেশের খামার মালিকরা।
ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় খামারিরা আশা করছেন এবার নিজেদের পালা গরুর ভাল দাম পাবেন।
কোরবানিকে কেন্দ্র করে প্রতি বছর যশোরের সীমান্তঘেঁষা বাগআঁচড়া সাত মাইল পশু হাট ভারতীয় গরুর কারনে জমে ওঠে। চোরাই পথে ভারতীয় গরু আসার কারণে ক্ষতিগ্রস্ত হতেন স্থানীয় খামারিরা।
এবার চিত্র ভিন্ন। পশুহাটে দেখা মিলছেনা ভারতীয় গরুর। তাই আশায় বুক বেঁধেছে খামার মালিকরা।
সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে এবার কোন ভারতীয় পশু ঢোকেনি কোরবানির হাটে। এছাড়া, সীমান্তবাসীরাও আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে জানান জনপ্রতিনিধিরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল সেলিম রেজা বলেন, সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকার মানুষ আমাদের সব ধরনের সহযোগিতা করছে। সম্ভাব্য যেসব সীমান্ত দিয়ে গরু চোরাচালান হয় এবং যারা করে তাদেরকে চিহ্নিত করে বিজিবি'র নজরদারি বাড়ানো হয়েছে। সার্বিকভাবে গরু চোরাচালান কমে যাওয়ায় সীমান্তে হত্যাও কমে গেছে।
শুধু কোরবানি উপলক্ষ্যে নয়, সারা বছরই সীমান্তে বিজিবির কড়া নজরদারি থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]