যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে স্থানীয় বিজিবি জোয়ানরা ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
শনিবার দুপুরে অগ্রভূলাট সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর পাড় থেকে মোস্তফা কামাল, আব্দুস সালাম, খায়রুল ইসলাম, জনি হাওলাদার ও ফারুক হোসেন নামে ৫ জন কে আটক করে বিজিবি।
দেশের বিভিন্ন অঞ্চলে তাদের বাড়ী বলে বিজিবি জানায়।
বিজিবি সুত্র জানায়, ৫ জন বাংলাদেশি অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করছে জানতে পেরে সীমান্তের ১৭/৭ এস মেইন পিলারের কাছ থেকে ৫ বাংলাদেশিকে আটক করা হয়। এরা সকলে কাজের উদ্দ্যেশ্যে ভারতে যাচ্ছিলো বলে বিজিবিকে জানিয়েছে।
অগ্রভূলাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান, আটক ৫ জনের বিরুদ্ধে ১১/সি ধারায় মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]