যশোরের শার্শার ধান্যখোলা এবং শিকারপুর সীমান্ত হতে ভিন্ন ভিন্ন অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সীমান্ত পার করে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে এবং তা যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ এপ্রিল ২০২১ তারিখ ০০৪০-০৪০০ ঘটিকা পর্যন্ত পৃথক ০৩ টি অভিযানে ধান্যখোলা এবং শিকারপুর বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আশরাফ আলী, নায়েব সুবেদার এ বি সিদ্দিক এবং হাবিলদার মোঃ জালাল আহমেদ এর নেতৃত্বে ০৩ টি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ধান্যখোলা বিওপির ইন্দ্রপুর গ্রাম হতে ৩৪ কেজি ও ০১ জন আসামী, জেলেপাড়া পোষ্টের আয়রন ব্রিজ হতে ২২ কেজি এবং শিকারপুর বাওড় পাড় হতে ৩২ কেজি গাঁজাসহ সর্বমোট ৮৮ কেজি গাঁজা আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ ছহির উদ্দিন (৩০), পিতা-মৃত আঃ ছাত্তার, গ্রাম-৭নং ঘিবা, ডাক-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
আটককৃত গাঁজার সিজার মূল্য ৩,০৮,০০০/- (তিন লক্ষ আট হাজার) টাকা। আটককৃত গাঁজাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরে কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]