যশোরের শার্শা সীমান্ত থেকে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ইকবাল কবির(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে শার্শার রুদ্রপুর গ্রাম থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক ইকবাল রুদ্রপুর গ্রামের মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই সাব্বির আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রুদ্রপুর মাঠপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চত করে জানান, আটক আসামির বিরুদ্ধ মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]