যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ২০ বোতল ফেনসিডিল সহ আব্দুস সালাম (১৮) নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার বিকালে টেংরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে টহলরত অবস্থায় টেংরা পাকারাস্তার ওপর আব্দুস সালাম পুলিশের সামনে পড়ে। তার গতিবিধি সন্দেহজনক হলে তার গতিরোধ করা হয়। এসময় সে সাইকেল থেকে নেমেই টেংরা বিলের পানিতে লাফ দেয় ও সাতরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে বিলের ভেতর থেকে আটক করে। আটকের পর তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে তরি তরকারির ভেতর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]