রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে পরিত্যক্ত একটি বক্স থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতক দুটির বয়স সর্বোচ্চ ১-২ দিন।
এসআই শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো ওই দুটি নবজাতক পাওয়া যায়। কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য শিশু দুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]