নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া তে আই,সি,টি,এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের ২টি ব্যাচের সমাপনী এবং ১টি ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের হলরুমে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে ২ ব্যাচে ৪০ জনের প্রশিক্ষণর সমাপনী এবং আজ থেকে আরো একটি নতুন ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম।
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কোর্স সমন্বয়কারী মোঃ সালাউদ্দিন কাদের।
প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে আঃ রহমান বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, বিগত ২৫/০৯/২০২৩ তারিখ থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণর্থী প্রশিক্ষণ গ্রহন করেন এবং আজ থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে নতুন করে ২০ জনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সকল শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আই,সি,টি শিক্ষার কোন বিকল্প নেই, সে জন্য শিক্ষকদের আন্তরিক হয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন। নতুন করে কলারোয়া উপজেলা তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার কাজ এগিয়ে চলছে। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক যুগে তথ্য ও প্রযুক্তির শিক্ষা ছাড়া আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের আই,সি,টি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। সকল ক্ষেত্রে অন লাইনে কাজ শুরু হয়েছে সেজন্য সকল নাগরিক কে তথ্য ও প্রযুক্তির শিক্ষা গ্রহন করার তাগিদ দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]