সম্প্রতি সন্ত্রাসী ইভটিজারের হাতে শিক্ষক উৎপল কুমার সরকার নির্মমভাবে হত্যার শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
উল্লেখ্য, সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে শনিবার দুপুরে স্কুলের ১০ম শ্রেণীর ইভটিজার সন্ত্রাসী ছাত্র আশরাফুল আহাসান জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।
সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিক্ষক উৎপল কুমার সরকার মৃত্যুবরণ করেন। কর্মরত অবস্থায় উচ্ছৃংখল ও বখাটে ছাত্রের স্টাম্পের আঘাতে দায়িত্ববান শিক্ষকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
বিবৃতিতে প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]