শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীর জেলা স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।
মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
স্বাশিপ এর জেলা সভাপতি ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখার আহ্বায়ক প্রভাষক এম. সুশান্ত সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক আকবর হোসেন সরদার, অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক মো: সাইফুল্লাহ, আব্দুলাহ আল মামুন আব্দুর রউফ, তাহমিনা বিলকিচ, প্রভাষক জাফরুল্লাহ প্রমূখ।
বক্তারা সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিও ভুক্তির ব্যবস্থা গ্রহণ, ঐতিহাসিক মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষাণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা, বাস্তাবায়ান করা সহ ৮ দফা দাবি করেন।
পরে বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]