মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। শিবের উপাশ্বরা মন্দিরে ও নিজ গৃহে নিবিড় ভাবে শিবের আরাধনা করে থাকেন রাতভর। তাই আজকের দিনটির অপেক্ষায় থাকেন ভক্তরা।
(১লা মার্চ মঙ্গলবার) সকাল থেকে মন্দির গুলোতে ভক্তদের নান ব্যাস্ততা। মন্দিরে শিবলিঙ্গ বা শিবের মুর্তিতে পুস্পমাল্য দিয়ে সাজানো, পুজার জন্য শিবের প্রিয় ফুল, বেলপাতা, দুর্বা সহ নানা প্রকার ফল ফলাদি ও নানা রকমের মিষ্টির আয়োজন করা। শিবের উপাশ্বরা তাই আজ সারাদিন ও সারারাত নানা ব্যাস্ততা ও নির্ঘুম রাত কাটাবে দেবাদিদেব শিবের আরাধনায়।
কলারোয়ার সকল শিবমন্দির ও শিবের উপাশ্বদের বাড়িতে নানা আয়োজনের মধ্যোদিয়ে দিনটি পালন করবেন ভক্তরা। শিব হচ্ছে ধংশের দেবতা তাই পৃথিবীরর কল্যানে শিবের সন্তুষ্টির জন্য শিব ভক্তরা শিবের উপশনা করে থাকেন। কলারোয়ার জয়নগরের নিরঞ্জন ঘোষের নিজস্ব মন্দিরে ও সুশান্ত কর্মকারের বাড়িতে ও কলারোয়ার শিবমন্দির গুলোতে পালিত হচ্ছে শিবরাত্রী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]