কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা উলিপুর থানায় অভিযুক্ত মঞ্জু মিয়াকে (৬০) আসামি করে রোববার (২৩ মে) মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় একই এলাকার মৃত ছাপাত উল্ল্যাহর ছেলে মঞ্জু মিয়া তাকে চকলেট দেয়ার কথা বলে কোলে তুলে নিয়ে যান। পরে শিশুটিকে নিজের ছেলের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে মঞ্জু মিয়া পালিয়ে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি মঞ্জু মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]