সারাদেশে নারী-শিশু ধর্ষন ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় এক মানববন্ধন কর্মসূচি পালিত এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং রূপান্তরের সহযোগিতায় সাতক্ষীরা শহিদ রাজ্জাক পার্কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে
দেশের সকল নারী ও শিশু ধর্ষনসহ সকল প্রকার নির্যাতন বন্ধের দাবি, সমতা, নায্যতা, ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্না, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কাউসার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ গাজী, সাংবাদিক শাহানারার খাতুন রীনা, মনসুর রহমান, সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক নুরে আলম, সদস্য রুমি সুলতানাসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে নারী ও শিশুদের নিরাপত্তার স্বার্থে সুনিদিষ্ট কিছু দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]