পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
বুধবার (২৩ জুন) দুপুরের দিকে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জেলাবাসীর প্রতি শুভকামনা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “আমি মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক, সাতক্ষীরা হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলাম। জেলাবাসীর প্রতি শুভকামনা রইলো। সকলের সহযোগিতা কামনা করছি।”
বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন।
এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা।
দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
এছাড়া বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক শহরের খুলনা রোড়ের মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]