সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজা, দর্পন বিসর্জন ও বিজয়ার মধ্যদিয়ে সমাপ্ত হলো।
১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমী ও দর্পন বিসর্জনের মধ্যদিয়ে শারদীয়া দুর্গাপুজার ইতি টানা হলো।
গত ১১ অক্টোবর সোমবার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের শারদীয়া দুর্গাপুজার শুভ সুচনা হয়ে, টানা ৫ দিনের মাঙ্গলীক ক্রিয়া কর্মের মধ্যদিয়ে দিন গুলো পালিত হয়েছে।
শুক্রবার সকালে কলারোয়া সহ সারা বাংলাদেশে একযোগে সকল মন্দির গুলোত যাত্রমঙ্গল ও দর্পন বিসর্জের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুজার ইতি টানা হয়েছে। তবে থাকছে প্রতিমা বিসর্জন সেটিও সম্পন্য করা হবে রাতে। রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের মত মা দুর্গাকে বিদায় জানানো হলো। আগামী বছরের জন্য সনাতনীদের অপেক্ষা, মা আসছে।
জয়নগর দক্ষিন পাড়া তরুন সংঘ পুজা মন্দিরের পুরোহিত তারক চক্রবর্ত্তী জানিয়েছেন, এ বছর দুর্গা মায়ের কাছে প্রার্থনা সকল জীবের মঙ্গল কামনা ও করোনা নামক মরণ ব্যাধি থেকে মানুষের যেনো চিরমুক্তি ঘটে।।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]