সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার ৯০৪টি পদের মধ্যে বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য ২১৮২টি। করোনার কারণে আরও কিছু শিক্ষক অবসরে চলে গেছেন, অনেকের মৃত্যু হয়েছে। এতেও আরো কিছু পদ শূন্য হয়েছে।
এ বিষয়ে মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রতি বছর অনেক শিক্ষককই অবসরে যাচ্ছেন। এসব শূন্য পদ পূরণ করতে কিছুটা সময় তো লাগছেই। কারণ এই পদগুলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির মর্যাদাভুক্ত করায় পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। তবে আশা করছি শিগগির অন্তত ২১৫৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দিতে পারব।
মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, শিক্ষক নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। বর্তমানে ২০২০ সাল পর্যন্ত শূন্য আসনে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত কী পরিমাণে শিক্ষক পদ শূন্য হতে পারে, সে তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চাওয়া হয়েছে। পরে বিসিএস পরীক্ষার নন-ক্যাডার থেকে সেসব পদে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]