শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার উচ্চ আদালত এই রায় দেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সকলেই বেকসুর খালাস পাওয়ায় কলারোয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে কলারোয়া পৌরসভা চত্বরে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উল্লেখ্য, এ মামলায় কারাগারে বিনা চিকিৎসায় ৪ বিএনপি নেতা-কর্মী মৃত্যুবরণ করেন।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন , বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আখলাকুর রহমান শেলী, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, জহুরুল, আমিনুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর রহমান, ইয়াছিন আলি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]